fgh
ঢাকাসোমবার , ৪ মার্চ ২০২৪
  • অন্যান্য

নয়নতারার বিচ্ছেদের গুঞ্জন রটল যেভাবে

অনলাইন ডেস্ক
মার্চ ৪, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ । ১২৮ জন

দক্ষিণি তারকা নয়নতারা ও পরিচালক বিগনেশ শিবান বিয়ে করেন ২০২২ সালে। পরে তাঁরা যমজ সন্তানের মা-বাবাও হন। গত দুই বছরে তাঁদের দাম্পত্য কলহ নিয়ে কোনো খবর ছিল না। হঠাৎই আলোচনায় এই দক্ষিণি তারকা দম্পতির সংসারে ভাঙনের খবর। কিন্তু কীভাবে ছড়াল এই খবর? । সব গুজবের সূত্রপাত নয়নতারার একটি ইনস্টাগ্রাম স্টোরিকে ঘিরে। দিন দুই আগে রহস্যময় স্টোরিতে নয়নতারা লিখেছেন, ‘সে চলে গেল সারাটা জীবনের মতো।আর আমি অশ্রুভেজা চোখে মেনে নিলাম।’এখানেই ঘটনার শেষ নয়, স্টোরিতে কথা লেখার সঙ্গে সঙ্গে স্বামীকে ইনস্টাগ্রামে আনফলোও করেন নয়নতারা। এরপরই বিভিন্ন ভারতীয় গণমাধ্যম তাঁদের বিচ্ছেদ নিয়ে খবর প্রকাশ করতে থাকে। যদিও নয়নতারা বা বিগনেশ এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখেননি।তবে দুই তারকার ভক্ত-অনুসারীদের অনেকেই মন্তব্য করেছিলেন, এটা হয়তো কোনো কাজের প্রচারের অংশ। কারণ নিজের সিনেমার প্রচার করতে অভিনয়শিল্পীদের নানা রকম কৌশল নিতে দেখা যায়।তবে আনফলো করার পর এক দিন পার না হতেই স্বামীকে আবার ইনস্টাগ্রামে ‘ফলো’ করতে শুরু করেছেন নয়নতারা। এমনকি বিগনেশ শিবানের পরিচালিত একটি বিজ্ঞাপনচিত্রের প্রচার করেছেন নয়নতারা। বিজ্ঞাপনচিত্রটিতে মডেলও হয়েছেন নয়নতারা। কিন্তু হঠাৎ কী কারণে নয়নতারা স্বামীকে ‘আনফলো’ করেছিলেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে।