ঢাকাশনিবার , ২৬ আগস্ট ২০২৩
  • অন্যান্য

সর্ববৃহৎ ছাত্রসমাবেশ উপলক্ষে ইবি শাখা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা 

ইবি প্রতিনিধি:
আগস্ট ২৬, ২০২৩ ১১:১৪ পূর্বাহ্ণ । ৭৮ জন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ সফল করার লক্ষ্যে ‘বিশেষ বর্ধিত সভা’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সভার আয়োজন করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের সঞ্চালনায় ‘বিশেষ বর্ধিত সভায়’ উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় শাহা টনি, বনি আমিন, মৃদুল হাসান রাব্বি, মামুনুর রশীদ, এহসানুল হক ঈশান, নাঈমুল ইসলাম জয় যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখসহ শাখা ছাত্রলীগের দুই শতাধিক নেতাকর্মী।
সভায় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘আজকের এই বর্ধিত সভার মূল উদ্দেশ্য হচ্ছে স্মরণকালের সর্ববৃহৎ যে ছাত্রসমাবেশ হতে যাচ্ছে সেই সমাবেশ সফল করার লক্ষ্যে শাখা ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণ। যার মাধ্যমে সমাবেশটি ঐতিহাসিক সাক্ষী হয়ে থাকবে। জননেত্রী শেখ হাসিনার যেভাবে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে সেটিকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এবং সাধারণ শিক্ষার্থীরা সমর্থন জানিয়ে সব সময় পাশে আছে।