ঢাকামঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩
  • অন্যান্য

রাজনৈতিক বিরোধ নিষ্পত্তিতে ক্ষমা করে দেয়ার পথ অনুসরণ করার আহ্বান:ড. আরিফ আলভি

আন্তর্জাতিক ডেস্ক
আগস্ট ১৫, ২০২৩ ১১:৩৫ পূর্বাহ্ণ । ৬০ জন
পাক প্রেসিডেন্ট

রাজনৈতিক বিরোধ নিষ্পত্তিতে ক্ষমা করে দেয়ার পথ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। সোমবার তিনি মহানবী হযরত মুহাম্মদ (স.)—এর জীবন ও শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়ে দেশের রাজনীতিক ও অন্য অংশীদারদের ক্ষমা করে দেয়ার পথ আলিঙ্গন করতে বলেন। পাকিস্তানের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানী ইসলামাবাদে কনভেনশন সেন্টারে অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রেসিডেন্ট আলভি। তিনি বলেন, সময় এবং পরিস্থিতি দাবি করে যে, কায়েদে আযম মুহাম্মদ আলী জিন্নাহর ‘একতা, বিশ্বাস ও শৃংখলা’র বার্তা অনুপ্রেরণা হিসেবে নিতে হবে। তিনি বলেন, ঐক্য, ন্যায়বিচার এবং মেধাবৃত্তির কারণে পাকিস্তানে অগ্রগতি ও উন্নয়ন হয়েছে। তিনি আস্থা প্রকাশ করেন, আগামী কয়েক বছরের মধ্যে পাকিস্তান হবে একটি উন্নত দেশ।  বলেন, যে দেশে ন্যায়বিচার থাকে না, সেখানকার পুরো সিস্টেম ধসে যায়। তিনি বলেন, এখনও দুই কোটি ৭০ লাখ শিশু স্কুলের বাইরে। তাই তিনি সবাইকে শিক্ষার জন্য বেরিয়ে আসার আহ্বান জানান।

সম্প্রতি পশ্চিমা দেশগুলোতে যে ইসলামভীতি দেখা দিয়েছে, তাতে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।