ঢাকাসোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

‘মানবজমিনেই সত্য জানা যায়’-রেজাউল করিম বাদশা

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৮:৫০ অপরাহ্ণ । ৮০ জন

দেশের গণতন্ত্র এবং গণমানুষের কথা বলে সব সময়। কারও তাঁবেদারি না করা পত্রিকাটি ইতোমধ্যেই পাঠকদের একমাত্র আস্থারস্থলে পরিনত হয়েছে। কারও কাছে মাথা নত না করে অকুতভয় সত্য কথা তুলে ধরছে। প্রান্তিকজনগোষ্টির নিভৃতে ঝরানো চোখের পানি, তাদের কষ্টের কথা প্রতিদিন তুলেধরছে মানবজমিন তার কোটি পাঠকের কাছে। ফলে সত্যকে জানতে এখন মানবজমিনই একমাত্র ভরসার জায়গা হয়ে উঠেছে’। দৈনিক মানবজমিন বগুড়া অফিস আয়োজিত ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়া পৌসভার মেয়র ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এসব কথা বলেন।

মানবজমিনের ভ্রাম্যমাণল প্রতিনিধি প্রতীক ওমরের সভাপতিত্বে সোমবার দুপুরে বগুড়া অফিসে জাকজমকপূর্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক গনেশ দাস, এ্যালবাম সম্পাদক মনজু রহমান, ভোরের কাগজের প্রতিনিধি বাদল চৌধুরী, পদ্মা ফুডসের সত্ত্বাধিকারী এমদাদ আহমেদ বাবু, নয়াদিগন্তের প্রতিনিধি আবুল কালাম আজাদ, পুন্ড্র টিভির সিইও এসএম আবু সাঈদ, এখন টিভির প্রতিনিধি হেদায়েতুল ইসলাম বাবু,

দৈনিক সংগ্রামের বগুড়া অফিস প্রধান মোস্তফা মোঘল, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা, ওয়ার্ল্ড ভিউ বিল্ডার্স লিমিটেড ও সবুজ সপ্ন ফাউন্ডেশন বগুড়ার চেয়ারম্যান লায়ন খায়রুল আলম লাখিন, সাপ্তাহিক বরেন্দ্র খবরের সম্পাদক ইকবাল হোসেন, সাপ্তাহিক সূর্য্যতোরণে সম্পাদক তাহমিনা পারভীন শ্যামলী,

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার দপ্তর সম্পাদক ফেরদৌস রহমান, এনটিভির বগুড়া প্রতিনিধি আতিকুর রহমান সোহাগ, রাইজিং বিডির বগুড়া জেলা প্রতিনিধি এনাম আহমেদ, বাংলা টিভির বগুড়া প্রতিনিধি ইমরান হোসেন লিখন, দৈনিক করতোয়ার মাল্টিমিডিয়া সংবাদিক রাহাতুল আলম, এনটিভির ক্যামেরাপারসোর এমদাদ হোসেন, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের বগুড়া জেলা শাখার সভাপতি শাহ মেহেদী হাসান লিটন, দৈনিক সাতমাথার ফটো সাংবাদিক এসএম সিরাজ, বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা শাখার সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ আরমান হোসেন ডলার, প্রবাসী রতন মিয়া।

এছাড়াও বগুড়ার কাহালু উপজেলা প্রতিনিধি মহররম আলী, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি ইফতেখায়রুল ইসলাম, দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি আবু কালাম আজাদ, আদমদীঘি প্রতিনিধি ফিরোজ হোসেন, শাজাহানপুর প্রতিনিধি তৌফিক ইলাহীপ্রমূখ।
অনুষ্ঠানে আলোচনা শেষে প্রধান অতিথি কেক কেটে মানবজমিনের ২৬তম প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি করেন।