ঢাকাসোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

বগুড়ায় ৫০ শয্যার ত্রিমাত্রিক হাসপাতাল সেবা চালু করছে হামদর্দ

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৪, ২০২৩ ১০:২৫ পূর্বাহ্ণ । ১৩৫ জন

স্বল্প মূল্যে সাধারন মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বগুড়ায় ইউনানী,
আয়র্বেদিক এবং এলোপ্যাথিক চিকিৎসা সেবার সমন্বয়ে ত্রিমাত্রিক
হাসপাতাল চালু করতে যাচ্ছে হামদর্দ। ৫০ শয্যার এই হাসপাতাল চলতি
বছরের ডিসেম্বর নাগাদ কার্যক্রম শুরু করতে পারবে বলে আশা করছে
কর্তৃপক্ষ।
হামদর্দ বাংলাদেশের পরিচালক (তথ্য ও গণসংযোগ) আমিরুল মোমেনীন
মানিক রোববার দুপুরে বগুড়া হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ ও
হাসপাতালের বনানীস্থ নিজস্ব ভবনে সাংবাদিকদের সাথে এক
মতবিনিময় সভায় এ তথ্য জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক লে.
কর্ণেল (অবসরপ্রাপ্ত) মাহবুবুল আলম চৌধুরী। মতবিনিময় সভায়
লিখিত বক্তব্যে বগুড়া হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতালের
অধ্যক্ষ ডাঃ মোঃ মনিরুজ্জামান খান বলেন, উত্তরাঞ্চলের মানুষের স্বল্প মূল্যে
নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বগুড়া হামদর্দ ইউনানী মেডিকেল
কলেজ ও হাসপাতাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক হামদর্দের
রুপকার হামদর্দের চীফ মোতয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকিম
মোঃ ইউসুফ হারুন ভূইয়ার প্রচেষ্টায় ১৯৯০ সালের ১৮ জানুয়ারী বগুড়া
হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা লাভ করে।
বর্তমানে অত্র কলেজটি উত্তরবঙ্গের একটি স্বনামধন্য ইউনানী
চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য সেবা কেন্দ্র। শুরু থেকে এ পর্যন্ত
ডিপ্লোমা কোর্স পাস করেছে ২৯টি ব্যাচে ৬০৯জন যারা দেশের
প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। ২০১৭-১৮ শিক্ষা বর্ষ থেকে
রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির অধিনে
ব্যাচেলর ডিগ্রীতে ২৪৭জন অধ্যয়নরত। এ ছাড়া রয়েছে আধুনিক ল্যাব,
লাইব্রেরীও আধুনিক ক্লাশরুম, ভেষজ বাগান যেখানে রয়েছে ২০১
প্রজাতির প্রায় ৭ হাজার ওষুধী উদ্ভিদ।
এখান থেকে ডিগ্রীপ্রাপ্তদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে হামদর্দ।
মতবিনিময়কালে আরো বলা হয়, চলতি বছরেই বগুড়ায় ত্রিমাত্রিক
(অ্যালোপেথিক, ইউুুনানী ও আয়ুর্বেদিক) জেনারেল হাসপাতাল

নির্মাণ কাজ শুরু হবে। তিনি হামদর্দ এর সার্বিক কর্মকান্ডে
সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সাবেক অধ্যক্ষ হাকিম মোঃ ওসমান গণিসহ প্রতিষ্ঠানের শিক্ষক,
কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে কলেজের অধ্যক্ষ আমন্ত্রিত সাংবাদিকদের মেডিকেল
কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখান।