ঢাকাশুক্রবার , ১০ মার্চ ২০২৩
  • অন্যান্য

বগুড়ায় তিন কেন্দ্রে সুষ্ঠভাবে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মার্চ ১০, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ণ । ১৫৪ জন

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে এমবিবিএস (মেডিকেল) ভর্তি পরীক্ষা। শুক্রবার সকাল ১০টায় সারাদেশে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে শুরু হওয়া এ পরীক্ষা শেষ হয় বেলা ১১টায়। এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় মেডিকেলে ভর্তিচ্ছু এক লাখ ৩৯ হাজার ২১৭ জন পরীক্ষার্থী অংশ নেন। এ বছর প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন ১২ পরীক্ষার্থী।

বগুড়ায়  শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ক্যাম্পাস,  মিলেনিয়াম স্কলাসটিকা স্কুল এন্ড কলেজ, বিয়াম মডেল স্কুল এন্ড  কলেজ  এবং  আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজে   এমবিবিএস (মেডিকেল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।  সকাল ৯ টার মধ্যে  নিশ্ছিদ্র  নিরাপত্তার মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীরা  কেন্দ্রসমূহে প্রবেশ করে৷

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় এবারের পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু মনে হয়েছে।  প্রশ্ন গেলবারের তুলনায় অনেক বেশী জটিল হয়েছে সেইসাথে ইংরেজি, জীববিজ্ঞান বিষয়ে  অনেক কৌশলী প্রশ্ন হয়েছিল।  দ্বিতীয় দফায় যেসকল পরীক্ষার্থীরা অংশ নিয়েছেন তাদের প্রাপ্ত নম্বর হতে ৮ নম্বর কেটে রাখা হবে।   মূল্যায়ন পদ্ধতিতে আর কোন পরিবর্তন রাখা হয় নি৷  সার্বিক ব্যবস্থাপনায় অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন৷  এখন পর্যন্ত কোন প্রশ্ন ফাঁস কিংবা অসুদাপায় অবলম্বন করার কোন ঘটনা জানা যায় নি৷

পরীক্ষা শেষ হয় বেলা ১১ টায় ৷  শহরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজ  ও বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ  একই এলাকায় হওয়ায়  নামাজগড় থেকে উপশহর সড়কে ব্যাপক জানজট লক্ষ্য করা যায়,  জানজট নিরসনে ট্রাফিক পুলিশের উপস্থিতি  থাকলেও তাদের নিষ্ক্রিয়তায় পথচারীরা উষ্মা প্রকাশ করেন।