ঢাকাশুক্রবার , ৮ মার্চ ২০২৪
  • অন্যান্য

গণমাধ্যম গণমুখি সাংস্কৃতি হারিয়ে ফেলছে’–কাদের গনি চৌধুরী

স্টাফ রিপোর্টার
মার্চ ৮, ২০২৪ ৬:০৮ অপরাহ্ণ । ৩৮ জন

সাংবাদিকের কাজ রাজনীতি করা নয়। তবে ভালোর পক্ষে কল্যাণের থাকতে হবে। সাংবাদিকরা হবে সত্যের পন্থি। সাদাকে সাদা আর কালোকে কালো বলবে।বাকস্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকারহরণ, ভোটাধিকারহরণ, নির্যাতন, নিপীড়ণ, শোষণ ও অবিাচরের বিরুদ্ধে কথা বলবে সাংবাদিকরা।
এজন্যই গণমাধ্য আর সাংবাদিকদের ভরসার শেষ ঠিকানা মনে করে সাধারণ মানুষরা।

কিন্তু ফ্যাসিবাদি সরকারের কারণে গণমাধ্যম আজ গণমুখি সাংস্কৃতি হারিয়ে ফেলছে। সরকার নানাধরণের কালাকানুন তৈরি করে গণমধ্যমের স্বাধীনতা হরণ করেছে। আজ গণমাধ্যমের স্বাধীনতা ততটুকুই আছে যতটুকু সরকারের পক্ষে যায়’। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার বার্ষিক সাধারণ সাভায় বাংলাদেশ ফেডারেল সাংসাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী এসব কথা বলেন।

শুক্রবার সকালে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মির্জা সেলিম রেজার সভাপতিত্বে একটি অডিটরিয়ামে অনুষ্ঠান শুরু হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। আঞ্চলিক শ্রম অধিদপ্তর বগুড়ার শ্রম কর্মকর্তা শরিফুর রহমান।

আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক গনেশ দাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার কার্যনির্বাহী সদস্য (সদ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাধারণ সম্পাদক) এস এম আবু সাঈদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার,

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক মোমিন রশিদ শাইন, দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিস প্রধান আবুল কালাম আজাদ, দৈনিক করতোয়ার স্টাফ রিপোর্টার রাহাত রিটু, দৈনিক বগুড়ার স্টাফ রিপোর্টার জহুরুল ইসলাম, দৈনিক সংগ্রামের বগুড়া অফিস প্রধান মোস্তফা মোঘল, দৈনিক মানবজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সহসভাপতি আব্দুর রহিম, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদ্য নির্বাচিত কোষাধ্যক্ষ ফেরদৌস রহমান, মাহফুজ মন্ডল, টিএম মামুন, মৌসুমী আক্তারপ্রমুখ।

আজ শনিবার সংগঠনটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।