ঢাকাসোমবার , ২২ মে ২০২৩
  • অন্যান্য

ইউক্রেনকে সমর্থন করার যে সংকল্প, সেটা ভঙ্গ করতে পারবে না রাশিয়া: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
মে ২২, ২০২৩ ৪:৩৫ অপরাহ্ণ । ৫৮ জন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনকে সমর্থন করার ব্যাপারে আমাদের যে সংকল্প, সেটা থেকে আমাদের সরাতে পারবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন।

এনডিটিভি জানিয়েছে, তিন দিনের শীর্ষ সম্মেলন শেষে জো বাইডেন সাংবাদিকদের বলেন, ইউক্রেনকে সমর্থন করার জন্য আমাদের যে সংকল্প সেটা ভঙ্গ করতে পারবে না রাশিয়া।

‘আমরা নড়ব না, পুতিন আমাদের সংকল্প থেকে সরাতে পারবেন না, যদিও তিনি তা পারবেন বলে ভাবছেন,’ বলেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কিও আশ্চর্যজনকভাবে জি-৭ শীর্ষ সম্মেলনে গিয়ে হাজির হন। তার আগে বহুদিন ধরে অনুরোধ করার পর কিয়েভকে এফ-১৬ যুদ্ধ বিমান দিতে রাজি হয় বাইডেন প্রশাসন।

এ বিষয়ে জো বাইডেন বলেছেন, তিনি জেলেনস্কির কাছ থেকে দৃঢ় আশ্বাস পেয়েছেন যে, কিয়েভ এফ-১৬ যুদ্ধ বিমান পাওয়ার পর রাশিয়ার ভৌগলিক অংশে কোনো হামলা চালাতে ব্যবহার করবে না।

তিনি আরও বলেন, ইউক্রেনের যেসব এলাকায় রাশিয়ান সৈন্যরা থাকবে, সেখানে তারা এটি ব্যবহার করতে পারবে।

এদিকে ওয়াশিংটন রোববার জেলেনস্কির জন্য অস্ত্রের একটি নতুন প্যাকেজও ঘোষণা করেছে। হিরোশিমায় বৈঠকের সময় জেলেনস্কিকে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট।