বগুড়ার মহাস্থানগড় প্রেসক্লাবের উদ্যোগে গরিব ও দুস্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে মহাস্থান জাদুঘর এলাকায় এ সকল সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর ৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নূরুনবী সঞ্চলনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন সভাপতি মির্জা সেলিম রেজা। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম, মাওলানা আমিনুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রত্যেক ব্যক্তিকে তার অবস্থান থেকে মানবতার কল্যানে এগিয়ে আসতে হবে।মহাস্থানগড় প্রেসক্লাবের মত সমাজের সামর্থবানদের এই কল্যাণ কর কাজে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে আশা দরিদ্র মানুষ ঈদ সামগ্রী পেয়ে খুসি।তারা প্রেসক্লাবের কর্মকর্তাদের প্রতি কৃজ্ঞতা জানান।