গুণী অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার স্ট্রোক করে তিনি মারা গেছেন বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
আহমেদ রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক নুরুল আলম আতিক।
আজ সন্ধ্যায় নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’–একটি বিশেষ প্রদর্শনী ছিল। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। এ প্রদর্শনীতেই যোগ দিতে তিনি আসছিলেন বলে জানা গেছে।





