বিএনপি-জামায়াতের ২য় দফায় ডাকা ৪৮ ঘন্টা হরতালের আজ শেষ দিনেও বগুড়ায় হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করেছে যুবরাজ খ্যাত ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুঞ্জুরুল আলম মোহন।
সোববার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের দত্তবাড়ী এলাকা থেকে এ মিছিল শুরু হয়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় দিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা মোটরসাইকেল ও পায়ে হেঁটে মিছিলে আংশ নেয়।
এ সময় নেতাকর্মীরা হরতাল বিরোধী বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানায়। বিক্ষোভ ও প্রতিরোধ এই মিছিলে আওয়ামী লীগ,যুবলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।