fgh
ঢাকাবৃহস্পতিবার , ৮ জুন ২০২৩
  • অন্যান্য

বগুড়ায় পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও স্বারক লিপি প্রদান করেছে জেলা বিএনপি

স্টাফ রিপোর্টার
জুন ৮, ২০২৩ ৪:২১ অপরাহ্ণ । ২৩৯ জন
বগুড়ায় পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও স্বারক লিপি প্রদান করেছে জেলা বিএনপি

বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এ জনজীবন যখন অতিষ্ঠ হয়ে উঠেছে। ঠিক সেই সময় লোডশেডিং বন্ধ করে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বৃহস্পতিবার বগুড়ায় বিক্ষোভ মিছিল স্বারক লিপি প্রদান করেছে জেলা বিএনপি।

সকালে শহরের নবাববাড়ি রোডস্থ দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বগুড়া নেসকো কার্যালয়ের যান।

মিছিলটির শহরের পুলিশ প্লাজার সামনে আসলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে নেসকো কার্যালয়ে আসে নেতা কর্মীরা। এ সময় তারা নির্বাহী প্রকৌশল এর কাছে একটি স্বারক লিপির প্রদান করেন ।

এসময় বক্তারা বলেন, দেশ চালাতে এই সরকার সকল ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তাদের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। অবিলম্বে পদত্যাগ করতে হবে।

বিএনপির এই সমাবেশ ঘিরে সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।