ঢাকাশনিবার , ২০ মে ২০২৩
  • অন্যান্য

উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগির উদ্ধারকাজ শুরু

অনলাইন ডেস্ক
মে ২০, ২০২৩ ২:২৯ অপরাহ্ণ । ১৪১ জন
ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগির উদ্ধারকাজ শুরু হয়েছে। শনিবার (২০ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে। কুলাউড়া ও আখাউড়া হতে দুটি উদ্ধারকারী ক্রেনসহ রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে দুপুর ১টা থেকে উদ্ধারকাজ শুরু করে। বর্তমানে রেলওয়ে ও বনবিভাগের লোকজন গাছ কেটে সরাচ্ছেন।

উদ্ধারকাজ শেষ করতে আরো দুই-তিন ঘণ্টা লাগবে বলে সংশ্লিষ্টরা জানিইয়েছেন। সিলেট ও ঢাকাগামী ট্রেনযাত্রা বর্তমানে বিলম্ব হচ্ছে বলে ভানুগাছ স্টেশন মাস্টার জানান।

 

রেলওয়ে কুলাউড়ার উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান বলেন, উদ্ধারকারী ইঞ্জিন চলে এসেছে। গাছগুলো কেটে সরানো হয়েছে।

লাইনচ্যুত বগি উদ্ধার হতে হতে দুপুর ২টা থেকে বিকেল ৩টা বেজে যেতে পারে। আজ ভোর ৫টায় লাইনে বিশাল একটি গাছ পড়ায় এ  দুর্ঘটনা ঘটেছে। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণে কালনী ট্রেনের যাত্রা বাতিল করা হয়।
কেউ গুরুতর আহত হনি। স্থানীয় হাসপাতালে কিছু যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।