ঢাকাসোমবার , ১৫ মে ২০২৩
  • অন্যান্য

৫২ ঘণ্টা পর নৌপথে লঞ্চ চলাচল আবার শুরু

অনলাইন ডেস্ক
মে ১৫, ২০২৩ ৫:০৭ অপরাহ্ণ । ৮১ জন
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় মোকার কারণে বন্ধ থাকার ৫২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া, দৌলতদিয়া-আরিচা ও আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল আবার শুরু হয়েছে।

সোমবার (১৫ মে) সকাল ১০টার দিকে তিন নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়। এর আগে গত শনিবার সকাল ছয়টা থেকে এসব নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছিল।

সোমবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাটের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পরিদর্শক আফতাব হোসেন বলেন, ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা হিসেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শনিবার সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া, দৌলতদিয়া-আরিচা ও আরিচা-কাজিরহাট রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় আজ সকাল ১০টার দিকে আবার লঞ্চ চলাচল শুরু হয়েছে।