ঢাকাবুধবার , ১৯ এপ্রিল ২০২৩
  • অন্যান্য

ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় ব্যক্তিত্বদেও দেওয়া হবে গোল্ডেন ভিসা:দুবাইয়ের প্রিন্স

অনলাইন ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৩ ১০:১৬ পূর্বাহ্ণ । ১১৫ জন
ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতরের পূর্বে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় ব্যক্তিত্বদের গোল্ডেন ভিসা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মুহাম্মদ।

শনিবার (১৫ এপ্রিল) এ সংক্রান্ত একটি ঘোষণা দেন ক্রাউন প্রিন্স।

ঘোষণাতে বলা হয়েছে যেসব ইমাম, মুয়াজ্জিন, ইসলামিক চিন্তাবিদ, মুফতি দুবাইয়ে কমপক্ষে ২০ বছর ধর্মীয় জ্ঞান বিতরণ ও চর্চা করেছেন তাদেরকে এ ভিসা দেওয়া হবে। গোল্ডেন ভিসার পাশাপাশি আর্থিক সহযোগিতার ঘোষণা দেন তিনি।

উল্লেখ্য, আবাসন ব্যবসায়ী, চিকিৎসক, বিজ্ঞানীসহ বিশেষ ক্ষমতাধর ব্যক্তিদের পাশাপাশি ফ্রন্টলাইন করোনাযোদ্ধাদের গোল্ডেন ভিসা দিয়েছে আমিরাত সরকার। এখন থেকে ইমাম, মুয়াজ্জিন ও ইসলামি ব্যক্তিত্বরাও এ ভিসা পাবেন৷

গোল্ডেন ভিসার বিশেষত্ব হলো ১০ বছর মেয়াদ৷ সাধারণত ভিসার মেয়াদ দুই বছরের হয়ে থাকে৷ গোল্ডেন প্রাপ্ত ব্যক্তি তার পরিবারের সকল সদস্যদের এর আওতায় আনতে পারেন৷ ইতোমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশের ৮০ হাজারেরও বেশি মানুষকে গোল্ডেন ভিসা দিয়েছে আমিরাত সরকার।