fgh
ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

বিএনপি প্রান্তিক জনগণকে বিভ্রান্ত করছে: আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ণ । ২ জন

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের পদযাত্রায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে দীর্ঘমেয়াদি সংস্কার বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম এর সুফল পাবে। সেই লক্ষ্যে এনসিপি, জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে দীর্ঘদিন জনগণ এর সুফল ভোগ করতে পারবে। পরবর্তী প্রজন্মের জন্য, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য গণভোটে হ্যাঁ বিজয়ী করতে হবে। আপনারা সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে যাকে খুশি ভোট দেন কিন্তু গণভোটে হ্যাঁ বিজয়ী করতে হবে।

আসিফ মাহমুদ বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা দেশে একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেছিলাম। কিন্তু দেখলাম মনোনয়ন বাছাই পর্বে পক্ষপাতিত্ব করা হয়েছে। যাচাই-বাছাইয়ে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণখেলাপিদের মনোনয়ন বৈধ করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ভোটাধিকার হরণের লক্ষণ।

এদেশে ভোটাধিকার হরণের পরিণতি কী হয়েছে তা আপনারা দেখেছেন। যারা অবৈধভাবে ভোটাধিকার হরণ করেছে তাদের দিল্লি পালিয়ে যেতে হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, কুমিল্লা-৬ আসনে জামায়াত জোটের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ প্রমুখ।