ট্রাম্প জানান, এই তেল বাজারদরে বিক্রি করা হবে। তেল বিক্রির টাকা তিনি নিজেই নিয়ন্ত্রণ করবেন এবং তা ভেনেজুয়েলার জনগণ ও যুক্তরাষ্ট্রের স্বার্থে ব্যবহার করা হবে।
ভেনেজুয়েলার সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
সাম্প্রতিক দিনগুলোতে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের তেল কম্পানিগুলো ভেনেজুয়েলার ভেঙে পড়া তেল অবকাঠামো ঠিক করতে পারবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের মাত্র একটি তেল কোম্পানি, ‘শেভরন’ ভেনেজুয়েলায় কাজ করছে। ভেনেজুয়েলায় তেল উৎপাদন নিয়ে ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে শেভরনের মুখপাত্র বিল টুরেন বলেন, কম্পানিটি তাদের কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ এবং নিজেদের সম্পদের সুরক্ষার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। তিনি আরো বলেন, শেভরন সব আইন ও নিয়মকানুন মেনে কাজ চালিয়ে যাচ্ছে।
অন্যদিকে, কনোকোফিলিপস নামে আরেকটি বড় মার্কিন তেল কম্পানি, যারা এখন আর ভেনেজুয়েলায় কাজ করে না, তারা জানিয়েছে, দেশটির পরিস্থিতি এবং এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে কী প্রভাব পড়তে পারে, তা পর্যবেক্ষণ করছে। তবে ভবিষ্যতে বিনিয়োগ বা ব্যবসা নিয়ে এখনই কিছু বলা ঠিক হবে না বলে জানায় কম্পানিটি। এদিকে আরেক মার্কিন তেল কম্পানি এক্সন এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্তকে ব্যাখ্যা করার সময় বলেছেন, ‘ভেনেজুয়েলা একপক্ষে আমেরিকার তেল চুরি করেছে।’ তার ঘনিষ্ঠ সহকারী ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও এক সোশ্যাল মিডিয়া পোস্টে একই বক্তব্য দিয়েছেন। কিন্তু বাস্তবে বিষয়টি এত সরল নয়।
বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলার তেল কখনোই সরাসরি যুক্তরাষ্ট্রের মালিকানায় ছিল না। ভেনেজুয়েলাতে একসময় কিছু আমেরিকান তেল কম্পানি তেল উত্তোলন করেছে লাইসেন্স নিয়ে, কিন্তু সেই তেল দেশের নিজস্ব সম্পদ হিসেবেই ছিল।
ভেনেজুয়েলা ১৯৭৬ সালে তার তেল শিল্প সরকারিভাবে নিয়ন্ত্রণে নিয়েছিল এবং বিদেশি কম্পানিগুলোর অধিকার তুলে নেওয়া হয়েছিল। পরে ২০০৭ সালে তখনকার প্রেসিডেন্ট হুগো চাভেজ আরো বেশি নিয়ন্ত্রণ নেন। এই কারণে আমেরিকান কম্পানিগুলো তাদের তেল প্রকল্পগুলো হারায়। তখন অনেক কম্পানি ক্ষতিপূরণের জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করে এবং ২০১৯ সালে বিশ্ব ব্যাংকের একটি ট্রাইবুনাল কনোকোফিলিপসকে প্রায় ৮.৭ বিলিয়ন ডলার দেওয়ার সিদ্ধান্ত দেয়। কিন্তু ভেনেজুয়েলা সেই টাকা এখনো দেয়নি।
বিশেষজ্ঞদের মতে, তাই ‘ভেনেজুয়েলা আমেরিকার তেল চুরি করেছে’ —এমন দাবি খুব সরলীকরণ এবং ভুল ধারণা। তেল সবসময় ভেনেজুয়েলার নিজস্ব সম্পদ ছিল এবং আন্তর্জাতিক আইনও দেশগুলোর নিজস্ব প্রাকৃতিক সম্পদ নিয়ন্ত্রণ করার অধিকার স্বীকৃতি দেয়।





