fgh
ঢাকাশনিবার , ১০ আগস্ট ২০২৪
  • অন্যান্য

লুট হওয়া সেই মাদ্রাসা ৭ বছর পর চালু, শহীদদের জন্য দোয়া

অনলাইন ডেস্ক
আগস্ট ১০, ২০২৪ ১:১৬ অপরাহ্ণ । ১১৬ জন

কুমিল্লার চৌদ্দগ্রামে লুট হওয়া হযরত আয়েশা সিদ্দিকা (রা) মহিলা মাদ্রাসা ফের চালু করা হয়েছে। এতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

শুক্রবার (৯ আগস্ট) সকালে উপজেলার বাতিশা এলাকায় সংস্কার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ওই আলিম মাদ্রাসার কার্যক্রম শুরু করা হয়। এদিকে দীর্ঘ বছর পর ওই শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরুর খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকসহ এলাকার সচেতন মহল।

এসময় কুমিল্লা সরকারি মহিলা কলেজের প্রভাষক মো. শাহ আলম ভূঁইয়ার সঞ্চালনায় এবং মিজানুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. শাহাবুদ্দিন আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য দেন, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মজিবুর রহমান ভুঁইয়া। এছাড়াও বক্তব্য দেন প্রফেসর জাকির হোসাইন, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আব্দুল্লাহ আল মামুন, সামছুল আলম চৌধুরী সুমন, জহিরুল কাইয়ুম চৌধুরী জসিম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শাহাবুদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ বছর পর আমাদের দেশ রাহু মুক্ত হয়েছে। আমরা শিক্ষা ব্যবস্থাকে আবারো ঢেলে সাজাবো। যাদের রক্তের বিনিময়ে আমরা এ দেশকে দ্বিতীয়বার স্বাধীন হিসেবে পেয়েছি আমরা তাদের কাছে ঋণী হয়ে রইলাম