fgh
ঢাকামঙ্গলবার , ৭ মার্চ ২০২৩
  • অন্যান্য

১১৭ কোটি রুপি আয় করেছে মুক্তির আগেই

অনলাইন ডেস্ক
মার্চ ৭, ২০২৩ ৪:৫২ পূর্বাহ্ণ । ১৯১ জন
মুক্তির আগেই ১১৭ কোটি

 

দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা মহেশ বাবু। সফল ক্যারিয়ারের ১২ বছর পর পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসের ‘এসএসএমবি২৮’ শিরোনামের সিনেমার সঙ্গে কাজ করছেন মহেশ। এখনো চলছে সিনেমাটির শুটিং।  নতুন খবর হলো শুটিং শেষ না হতেই সিনেমাটি আয় করে নিয়েছে ১১৭ কোটি টাকা। তথ্যমতে সিনেমাটির  ডিজিটাল স্বত্ব ৭০ কোটি রুপিতে কিনেছে নেটফ্লিক্স এবং অডিও স্বত্ব এবং গানের ভিডিও স্বত্ব কিনেছে সারেগামা।