ঢাকাসোমবার , ৬ মার্চ ২০২৩
  • অন্যান্য

সরকার মামলার প্রকল্প হাতে নিয়েছে : ফখরুল

অনলাইন ডেস্ক
মার্চ ৬, ২০২৩ ৮:০১ পূর্বাহ্ণ । ১২৬ জন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের মাঠশূন্য করতে সরকার মামলার প্রকল্প হাতে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে সরকারের এমন খেলা সফল হবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘জনগণ মাঠে নেমেছে, আন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন ঘটানো হবে।’

সোমবার (৬ মার্চ) বেরা ১১টায় রাজধানীর গুলশানে দলটির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে কারাবন্দী নেতৃবৃন্দের মুক্তি বিষয়ে সংবাদ সম্মেলন এসব কথা বলেন মির্জা ফখরুল।বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘সরকার মামলার প্রকল্প হাতে নিয়েছে। বিএনপি নেতাদের মামলা নিয়ে বাণিজ্য করা হচ্ছে; টাকা নিয়ে জামিন দিচ্ছে সরকার।’

তিনি বলেন, ‘জেলে কারাবন্দী বিরোধী নেতাকর্মীদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। রিজভীসহ বিএনপি নেতাদের জেলকোড মেনে কারাগারে সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘ক্ষমতা কুক্ষিগত করতে নেতাকর্মীদের নির্যাতনের পুরনো খেলায় মেতে উঠেছে সরকার। পঞ্চগড়ের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ ঘটনার ঘটিয়ে বিরোধী নেতাকর্মীদের ওপর দায় চাপাতে চাচ্ছেন তারা।মির্জা ফখরুল আরও বলেন, ‘চিকিৎসা সেবা নিয়ে কর্তৃপক্ষের অবহেলায় বিএনপি উদ্বিগ্ন। জনসমর্থনহীন সরকার মানুষের জানমালের নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। বিরোধীদলকে নির্মূল করে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়; জনগণ তা মানবে না।’