fgh
ঢাকাশনিবার , ১১ মে ২০২৪
  • অন্যান্য

ডাঃ হুমাইরা তাছনিম নোশিনের মাস্টার ইন পাবলিক হেলথ ডিগ্রী অর্জন

স্টাফ রিপোর্টার:
মে ১১, ২০২৪ ৯:২০ অপরাহ্ণ । ১৫৭ জন

ডাঃ হুমাইরা তাছনিম এমবিবিএস ডিগ্রী অর্জন করার পর চিকিৎসা (শাস্ত্রে) বিদ্যায় বিজ্ঞান পাবলিক হেলথ এর ওপর (এমপিএইচ) ডিগ্রী করেছেন। তিনি যুক্তরাজ্যের ইনভাসিটি অফ সাউথ ওয়েলস থেকে স্কলাশীপের মাধ্যমে কৃতিত্বের সাথে এই ডিগ্রী অর্জন লাভ করেছেন।

ডাঃ হুমাইরা তাছনিম নোশিন বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং সুশাসনের জন্য নাগরিক (সুজনের) সাধারণ সম্পাদক হুমায়ূন আলম তুহিনের একমাত্র কন্যা।

নওশিন চিকিৎসা বিজ্ঞানে অবদান রাখার চেষ্টা অব্যাহত রাখবেন এবং দেশ-জাতির কল্যাণে তার পিতা-মাতার মত সমাজে পিছিয়ে পড়া সাধারণ মানুষকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাবেন।  বর্তমানে তিনি স্বামী ও সন্তান নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

তার উন্নতি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু ও পরিবারের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ।