fgh
ঢাকাশনিবার , ৩ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

‘নমনীয়তা’ দেখাতে পারে বিএনপি উপজেলা নির্বাচন প্রশ্নে!

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০২৪ ১১:৪০ পূর্বাহ্ণ । ১৫০ জন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে অংশ নেবে না বিএনপি। তবে দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে এবার নমনীয়তা দেখানো হতে পারে বলে জানা গেছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত বিএনপি দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এ বিষয়ে শিগগির দলের স্থায়ী কমিটির সভায় আলোচনার পর সিদ্ধান্ত হবে।

বিএনপির উচ্চপর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, তাঁরা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার প্রশ্নে রাজনৈতিক ও সাংগঠনিক লাভ-ক্ষতি নিয়ে ভাবছেন। বিশেষ করে, জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করলে সরকার এর থেকে কী ধরনের রাজনৈতিক সুবিধা পাবে। আর নির্বাচন না করলে বিএনপি রাজনৈতিকভাবে কী ধরনের ক্ষতি হতে পারে।