আগামী ২৮শে অক্টোবর মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে এক গণসমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
সমাবেশের সভাপতির ভাষণে জোনায়েদ সাকি বলেন, আমরা এই সমাবেশ থেকে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব যাতে শান্তিপূর্ণ ভাবে উদযাপন করতে পারে তারজন্য প্রশাসন ও সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দিষ্টভাবে দাবি জানাচ্ছি, সরকার যেন এই উৎসবকে ঘিরে দাঙ্গা- হাঙ্গামা সৃষ্টির চেষ্টা না করে। এসময় তিনি আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করে বলেন, অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন, অন্যথায় গণ-অভ্যুত্থানের মুখোমুখী হতে হবে।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরোধী দলকে ‘হেফাজতের মত নিশ্চিহ্ন করার’ উক্তির তীব্র সমালোচনাকরে বলেন, এই সরকার এত হত্যা করেছে, এত অত্যাচার করেছে যে, তাদের করোর কারোর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের হয়েছে। এই সরকার একা হয়ে গেছে, তারা আর ক্ষমতায় থাকতে পারবে না।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গাজাতে ফিলিস্তিনিদের উপর ইসরাইলের নির্মম হত্যাকাণ্ড বন্ধ করতে হবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, সাধারণ মানুষের হক মেরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশকে তারা দেউলিয়াত্বের জায়গায় নিয়ে গেছে। এবং সাইফুল হক বর্তমান সরকার বিরোধী আন্দোলনকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসাবে অবহিত করেন।
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, এই ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকার জন্য কোর্টের দ্বারস্থ হয়েছে। তিনি অবিলম্বে অন্তর্র্বতীকালিন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবী জানান।
গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু সঞ্চালনায় সমাবেশের বক্তব্য রাখেন জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন।
।





