fgh
ঢাকাবুধবার , ১৪ জুন ২০২৩
  • অন্যান্য

একের পর এক হোঁচট খাচ্ছেন রণবীর সিং!

বিনোদন ডেস্ক
জুন ১৪, ২০২৩ ১২:০৬ অপরাহ্ণ । ১৯০ জন
রণবীর সিং দিপিকা

একের পর এক হোঁচট খেয়েই চলেছেন বলিউড তারকা রণবীর সিং। ‘এইট্টি থ্রি’, ‘জয়েশভাই জোরদার’, ‘সার্কাস’-এর মতো বিগ বাজেট সিনেমা পর পর ব্যর্থ।

বক্স অফিসে একের পর এক ফ্লপ। নামী প্রযোজনা সংস্থার তালিকাতেও আর ‘ফার্স্ট বয়’ নন তিনি। হাতছাড়া হয়েছে ‘দ্য ইম্মর্টাল অশ্বত্থামা’, ‘ডন থ্রি’র মতো ড্রিম প্রজেক্ট। এখানেই শেষ না! এবার নাকি ‘বৈজু বাওরা’ও হাতছাড়া হয়েছে রণবীর সিংয়ের। তবে কি সঞ্জয় লীলা বানশালির সংস্থায় অনিয়মিত হতে যাচ্ছেন তিনি?

কথা ছিল ২০২৪-এর শুরুর দিক থেকেই কাজ শুরু হবে সিনেমার। প্রায় চূ়ড়ান্ত হয়ে গিয়েছিল মুখ্য অভিনেতাদের তালিকাও। জুটি বাঁধার কথা ছিল রণবীর সিং ও আলিয়া ভাটের।

তবে এখন শোনা যাচ্ছে, যে এখনও এ সিনেমার অভিনেতাদের নাম চূড়ান্ত করেননি বানসালি। শোনা যাচ্ছে, এখনই আর কাস্টিং নিয়ে মাথা ঘামাতে চান তিনি। বরং চিত্রনাট্যের কাজ শেষ করাতেই বেশি মন দিতে আগ্রহী এই নির্মাতা।