fgh
ঢাকাশনিবার , ১৩ মে ২০২৩
  • অন্যান্য

১০ দফা দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরু

অনলাইন ডেস্ক
মে ১৩, ২০২৩ ৩:৩৬ অপরাহ্ণ । ১৭৬ জন
ছবি: সংগৃহীত

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ দুপুর ২টা ৩৫ মিনিটে  রাজধানীর নয়াপল্টনে দলটির  কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সমাবেশস্থলে  হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন।

নয়াপল্টন ঘুরে দেখা যায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পিকআপ ভ্যানের ওপর অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখছেন দলটির নেতারা। নির্ধারিত সময়ের আগে আসা নেতাকর্মীদের বসার জন্য সড়কে কার্পেট বিছানো হয়েছে। বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে নয়াপল্টন ও তার পার্শ্ববর্তী এলাকায়। ব্যানার ফেস্টুন নিয়ে আসছেন অনেকে।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন  দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।