fgh
ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  • অন্যান্য

বগুড়ায় অরক্ষিত রেলগেট যেন এক মৃত্যুফাঁদ। 

স্টাফ রিপোর্টার:
জুলাই ৮, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ । ৪২ জন

দ্রুতগতির ট্রেন আসছে, হর্ণ বাজছে—তবুও একটুখানি অসাবধানতায় প্রতিনিয়ত ঝরে পড়ছে তাজা প্রাণ। গত রবিবার (৬ জুলাই) বিকালে কলেজ সংলগ্ন ওয়াবদা গেট এলাকায় বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে রেললাইন পার হচ্ছিলেন আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন মোস্তাকিম। ঠিক তখনই ট্রেনের ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু হয়। প্রতিদিনকার এমন মৃত্যুর বিরুদ্ধে আজ মঙ্গলবার (৮জুলাই) রেললাইনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে অংশ নেয় কলেজের শতাধিক শিক্ষার্থী।
এ সময় শিক্ষার্থীরা বলেন যাতে আমাদের আর কোন ভাইকে বা কোন মানুষ কে না হারাতে হয় সেজন্য আমাদের দাবি একটি রেলগেট নির্মাণ ও গেটম্যান নিয়োগ দিতে হবে। আর যদি তা না করা হয় পরবর্তীতে আমরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করবো।
শিক্ষার্থীদের এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেন কলেজের শিক্ষকরাও। এ বিষয়ে আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক শওকত আলম মীর বলেন একাধিকবার গেটম্যান নিয়োগের কথা বলা হলেও রেল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। আমরাও চাই দ্রুত এটা বাস্তবায়ন হোক। শুধু কলেজ নয়, আশপাশের ছাত্রাবাস, বাসিন্দাদের যাতায়াতের জন্যও এই অরক্ষিত গেটগুলো ভয়ানক হুমকি হয়ে দাঁড়িয়েছে। অপরদিকে পরিস্থিতির গুরুত্ব বুঝিয়ে মানববন্ধন শেষে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে গেটম্যান নিযুক্ত করার দাবিতে স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা।
এ সময় লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী শিপন আলী বলেন শিক্ষার্থীদের দাবি যুক্তিসংগত। আমরা কতৃপক্ষের কাছে আবেদন দিবো যাতে দ্রুত এটা হয়।