fgh
ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  • অন্যান্য

৪০ বছর ধরে পথে পথে বাঁশি বিক্রি করে সংসার চালান পোড়াদহ বাবলু

নিউজ ডেক্স
জুলাই ১, ২০২৫ ১:১১ অপরাহ্ণ । ৮ জন

জীবনের বাঁশির সুর মানব জীবনের দুঃখ -আনন্দ,প্রেম-বিরহ এবং প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের গভীরতা প্রকাশ করে।

তাই বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতার সাথে পোড়াদহের বংশীবাদক বাবলুর জীবন যেন এক সুত্রে গাঁথা।

প্রায় মাঝে মাঝে বংশীবাদক বাবলুকে দেখা যায় চুয়াডাঙ্গা, দামুড়হুদা, দর্শনাসহ বিভিন্ন শহরে ও গ্রামগন্জে। ঠিক তেমনি গতকাল মঙ্গলবার দেখা মেলে চুয়াডাঙ্গার সরকারী কলেজ রোডে।

বাবলু জীবনের ৪৫ বছর বাশি বাজিয়ে পার করছেন পোড়াদহের ইয়াকুব আলীর ছেলে বাবলু।