fgh
ঢাকাশনিবার , ১৬ নভেম্বর ২০২৪
  • অন্যান্য

দেশের কল্যাণে যারাই আছেন তাদের সঙ্গে কাজ করবো : চরমোনাই পীর

নিউজ ডেস্ক:
নভেম্বর ১৬, ২০২৪ ২:০৫ অপরাহ্ণ । ৫৭ জন

দেশের কল্যাণে যারাই থাকবেন তাদের সঙ্গে ইসলামী আন্দোলন কাজ করবে বলে জানিয়েছেন দলটির আমির চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শনিবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ইসলামী আন্দোলনের আমির বলেন, ভবিষ্যৎ করণীয় নিয়ে ইসলামী দলের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আলোচনা চলছে।

তিনি বলেন, আগামীতে যাতে কোন স্বৈরাচার তৈরি না হয় সেজন্য আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। সময়সীমা ঠিক করে নির্বাচনের গাইডলাইন ঘোষণার দাবি জানান তিনি।