ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩
  • অন্যান্য

নবীন শিক্ষার্থী ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনায় গঠিত বিচার বিভাগ

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ৬:০৬ পূর্বাহ্ণ । ৯১ জন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় প্রতিবেদন হাইকোর্টে জমা দেয়া হয়েছে। আজ বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদনটি জমা দেয়া হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় এ প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে ফুলপরী খাতুনকে পাশবিক ও অমানবিক নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ কর্তৃক গঠিত তদন্ত কমিটিও ফুলপরীকে নির্যাতনের পাওয়ার কথা জানিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী অন্তরাসহ  তার ৪ সহযোগীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। ১লা মার্চ বেলা ১২টার মধ্যে তাদেরকে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বিকালে দেশরত্ন শেখ হাসিনা হল কর্তৃপক্ষের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে রোববার সন্ধ্যায় হল কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটি। তদন্ত কমিটির আহ্বায়ক ড. আহসানুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত ৫ জনকে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।