ঢাকাবুধবার , ৮ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

২৮ অক্টোবরের পর তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, পাহারায় পুলিশ

অনলাইন ডেস্ক:
নভেম্বর ৮, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ । ৪২ জন
তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র পুলিশ ও নেতাকর্মীদের সংঘর্ষের পর থেকেই তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। গত ১২ দিনের গ্রেফতার এড়াতে দলের কার্যালয়ে আসেননি কোনো নেতাকর্মী। কার্যালয়ের সামনে অবস্থান করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ সময় দলীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা না গেলেও ২৪ ঘণ্টা কার্যালয়ে দুপাশে পালাক্রমে অবস্থান নিয়ে রেখেছে পুলিশ। এছাড়া কার্যালয়ে পাশে রাখা হয়েছে লোহার বক্ল। নির্বাচন কমিশন থেকে বিএনপিকে সংলাপের আহ্বান জানিয়ে দেওয়া একটি চিঠি এখনো পড়ে আছে কার্যালয়ে প্রবেশ মুখে একটি চেয়ারে।

এদিকে সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অজ্ঞাত স্থান থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, পুলিশ সারাদেশে বিএনপির নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করছে। গত ১২ দিনে ৮ হাজারের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অনেক ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করতে বাসা-বাড়িতে অভিযান চালিয়ে না পেয়ে পরিবারের সদস্যদের গ্রেফতার করছেন।

আবার অনেক নেতাকর্মীকে গ্রেফতারের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ারও অভিযোগ করেন তিনি।