ঢাকামঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩
  • অন্যান্য

স্বাস্থ্য কর্মকর্তার বদলি, এলাকায় মিষ্টি বিতরণ

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১০, ২০২৩ ৮:২৮ অপরাহ্ণ । ৭৩ জন

আসিফ ইশতিয়া লিওন : 
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) আবু শফি মাহমুদের বদলি হওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে।
গত রবিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) অধ্যাপক শামিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাস্থ্য কর্মকর্তাকে ২ দিনের মধ্যে ছাড়পত্র গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় তৃতীয় দিনের মাথায় তাকে প্রত্যাহার করা হবে।
জানা গেছে, আবু শফি মাহমুদ যোগদানের পর হতে হাসপাতালের কাজে স্বেচ্ছাচারিতা, ঘুষ বানিজ্য, অনিয়ম ও দূর্নীতিসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। তাই টিএইচও’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলাকার সচেতন  লোকজন অভিযোগ আকারে গণস্বাক্ষর করে নীলফামারী সিভিল সার্জন অফিস, স্বাস্থ্য অধিদপ্তর ও দুদকসহ বেশ কয়েকটি দপ্তরে পাঠান।
ইতিমধ্যে ওনার দূর্নীতির খবর বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় ছাপা হলেও টনক নড়েনি তার। গঠন করা হয়েছিল তদন্ত কমিটি। কিন্তু তদন্তকারী কর্মকর্তাদের টাকার দিয়ে ম্যানেজ করে তার পক্ষে প্রতিবেদন নেন বলে জানিয়েছে একটি সূত্র।
গত ৮ অক্টোবর ওনার বদলীর খবর শুনে কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেছে স্থানীয় লোকজন।