ঢাকাসোমবার , ৩১ জুলাই ২০২৩
  • অন্যান্য

সংঘর্ষের চিত্র এবার যেসব দূতাবাসে পাঠাবে বিএনপি

অনলাইন ডেস্ক
জুলাই ৩১, ২০২৩ ১১:৪৬ পূর্বাহ্ণ । ৫৮ জন

আগামী নির্বাচন ঘিরে রাজনীতি গড়িয়েছে সহিংসতায়। শনিবার রাজধানীর প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুরসহ সংঘর্ষে অনেকেই আহত হন। এ সংঘর্ষের পুরো চিত্র প্রতিবেদন আকারে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, জাতিসংঘসহ বিভিন্ন রাষ্ট্রদূত ও মানবাধিকার সংস্থার কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ইতোমধ্যে সংঘর্ষের ভিডিও, স্থির তথ্যচিত্রসহ তথ্য-প্রমাণ সংগ্রহ শুরু করেছে দলটি।

বিএনপির একাধিক নীতিনির্ধারক গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের জনগণের ওপর ভিসানীতি দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার পথে যারা বাধা সৃষ্টি করবে তাদেরকে এ ভিসানীতির আওতায় আনা হবে। কী কী পদক্ষেপ বাধা হিসাবে গণ্য হবে সেটাও উল্লেখ করা হয়েছে।
সেখানে বিরোধী দলের সভা-সমাবেশে বাধা দেওয়ার বিষয়টিও রয়েছে। তারা মনে করেন, বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসছে। শনিবারের অবস্থান কর্মসূচিতে বিনা উসকানিতে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এটা নিঃসন্দেহে বিরোধী দলের সভা-সমাবেশে বাধা হিসাবে গণ্য হবে।