ঢাকাসোমবার , ৭ আগস্ট ২০২৩
  • অন্যান্য

‘রিজভী আমার বাপের বয়সি, তাকে মাফ করে দেওয়া হোক’

অনলাইন ডেস্ক
আগস্ট ৭, ২০২৩ ৩:২৯ অপরাহ্ণ । ৮৭ জন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করার পর হিরো আলম আদালতের উদ্দেশে বলেছেন, তাকে (রিজভী) ক্ষমা করে দেওয়া হোক।

হিরো আলম বলেন, রিজভী স্যার বিএনপির একজন সিনিয়র নেতা। তাছাড়া তিনি আমার বাপের বয়সি। তাকে মাফ করে দেওয়া হোক।

এদিকে মামলার আবেদনের সময় বিচারক হিরো আলমের কাছে বক্তব্যে জানতে চান। এসময় হিরো আলম বলেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাকে একদিকে মারধর করা হচ্ছে, অন্যদিকে আমাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য ও অপমান করা হচ্ছে। এ বিষয়টি আমি আদালতের দৃষ্টিতে আনার জন্য হাজির হয়েছি। এ বক্তব্য বলার পরে আদালত মামলাটি ডিবিকে তদন্তের নির্দেশ দেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।  সোমবার দুপুর ১২টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন তিনি।

উল্লেখ্য, গত ১৮ জুলাই রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে হিরো আলমকে ‘অর্ধ পাগল’ ও ‘অশিক্ষিত’ হিসেবে অভিহিত করেন রুহুল কবির রিজভী। এই মন্তব্যের বিষয়ে ডিবি প্রধানের সঙ্গে দেখা করেন হিরো আলম।
রিজভীর এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে হিরো আলম বলেন, ‘আমাকে অশিক্ষিত বলে আপনারা নিজেদেরও অশিক্ষিত বলে গালি দিচ্ছেন।