ঢাকাবুধবার , ২৪ এপ্রিল ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

রানা প্লাজা দিবসে সাংস্কৃতিক সমাবেশ

অনলাইন ডেস্ক
এপ্রিল ২৪, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ । ১২ জন

সাভারের রানা প্লাজায় ঘটে যাওয়া হত্যাকাণ্ড স্মরণে শ্রমিকের অধিকার আদায়ের সপক্ষে আন্দোলনরত সাংস্কৃতিক সংগঠন, শিল্পী এবং সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণেসাংস্কৃতিক সমাবেশ ‘কারখানা কেন বন্দিশিবির’-এর আয়োজন করেছেবটতলা।

আজ সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত লালমাটিয়া হাউজিং সোসাইটি কলোনি মাঠে সাংস্কৃতিক সমাবেশে পথনাটক, প্রতিবাদী গান ও কবিতা নিয়ে যুক্ত হবে বটতলা, প্রাচ্যনাট, অপেরা নাটকের দল, নব আনন্দ, নাটনন্দন, সমগীত, থিয়েটার ৫২, মাভৈ, শায়ান, মেহেদী হাসান আকাশ এবং বটতলার সুহৃদ, শিল্পীও বন্ধুরা।

বটতলার পরিচালক[যোগাযোগ]হুমায়ূনআজম রেওয়াজ বলেন, ‘২৪ এপ্রিল ২০১৩।সহসা ধসে পড়ে রানা প্লাজা, সহস্র প্রাণ নিমেষেই লাশের স্তূপ! বেঁচে ফিরেছেন যারা, সেই বিভীষিকার স্মৃতি আজও তাড়া করে ফেরে তাদের।এদিকে মৃতের পরিসংখ্যানের আড়ালে চলে যায় এই নির্মম হত্যাকাণ্ডের বিবিধ সমীকরণ। এর আগে-পরে এমন ঘটনাই ঘটেছে নানাকারখানায়। বন্দিশিবিরের মতো কারখানায় বারবার বলি হয়েছে শ্রমিকের জীবন। বটতলা নাটকে সব সময় মানুষের অধিকারের কথা বলে।

এই উদ্দেশ্যে বটতলা প্রতিবছরের ২৪ এপ্রিল সাংস্কৃতিক সমাবেশ আয়োজন করে আসছে। আশা করছি এবারের আয়োজনটি সফল ও সার্থক হবে।’