ঢাকাবুধবার , ২১ জুন ২০২৩
  • অন্যান্য

বৃষ্টির আগেই ৩৩ শতাংশ ভোট, বৃষ্টির পর আসছেন ভোটাররা

অনলাইন ডেস্ক
জুন ২১, ২০২৩ ৩:২২ অপরাহ্ণ । ৫৫ জন
সংগৃহীত:ছবি

রাজশাহী সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের এ এইচ এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে (ইনডোর) দুটি ভোটকেন্দ্র৷  এর একটি কেন্দ্রে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৩ শতাংশ, আরেকটি কেন্দ্রে ২৬ শতাংশ। দুই কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তারা বলছেন, মাঝে বৃষ্টির কারণে কেন্দ্রে ভোটার ছিল না, এখন আবার আসতে শুরু করেছেন।

আজ বুধবার সকাল ৮টা থেকে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকেই কেন্দ্রগুলোয় ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক ভালো। এর মধ্যে বেলা ১১টা ৫ মিনিটে হালকা বৃষ্টি শুরু হয়। বেলা সোয়া ১১টা থেকে মুষলধারে নামা বৃষ্টি চলে ঘণ্টাখানেক। বৃষ্টির কারণে কেন্দ্রগুলোয় ভোটারদের উপস্থিতি কিছুটা কমে যায়।