ঢাকারবিবার , ১৯ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

বগুড়ায় হরতালের প্রথন দিনেই পুড়ে গেল শ্রমিকের ভাগ্য

শুভজিৎ সারকার
নভেম্বর ১৯, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ । ৫৬ জন

বগুড়ায় হরতালের প্রথন দিনে সূর্যের আলোই দিন না হলেও একটি পরিবারের সকাল হয়েছে জীবন ট্রাক নির্বাহের পুড়ে যাওয়া আগুনের আলোতে।  রবিবার (১৯ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপ বন্দরে এই আগুনের ঘটনা ঘটে। জানা যায়, বগুড়ার সদরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ট্রাক মালিক মো. করিম সাংবাদিকদের বলেন, শনিবার রাতে ঘোড়াধাপ বন্দরে ট্রাক পার্কিং করে বাড়িতে ঘুমাতে যান তিনি। গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে এসে দেখেন ট্রাকে আগুন জ্বলছে। দুর্বৃত্তরা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে গেছে বলে জানায়। পরে গ্রামবাসীর সহযোগিতায় আগুন নেভানো হয়। তিনি আরও বলেন, আগুনে ট্রাকের কেবিন ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে ট্রাকে কোনো মালামাল ছিলো না।

পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।