ঢাকাবুধবার , ৮ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

বগুড়ায় অবরোধের প্রথম দিনেই ককটেল বিষ্ফোরণ, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ

শুভজিৎ সারকার
নভেম্বর ৮, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ । ৫৫ জন

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিনেই সকাল ৭টার দিকে বগুড়া সদরের সাবগ্রাম এলাকায় দ্বিতীয় বাইপাস সড়কে ককটেল বিষ্ফোরণ এবং পুলিশের রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

সকাল থেকেই রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে জামায়াতের নেতাকর্মীরা। এসময় পুলিশ অবরোধকারীদের সড়ক থেকে সরে যেতে বললে তারা পুলিশকে লক্ষ্য করে একাধিক ককটেল নিক্ষেপ করে। পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পাল্টা টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে।

 

পুলিশের নিক্ষেপ করা টিয়ারশেল ও রাবার বুলেটে  ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি জামায়াতের। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার বলেন, অবরোধকারীরা সকাল থেকে মহাসড়ক আটকে বিক্ষোভ করলে তাদের সরে যেতে বলা হয়।

কিন্তু তারা সরে না গিয়ে বরং পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটায়, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে।