ঢাকারবিবার , ১২ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

বগুড়ায় অগ্নিসংযোগসহ ১৯ মামলার আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক
নভেম্বর ১২, ২০২৩ ৩:২৩ অপরাহ্ণ । ৪৯ জন

বগুড়ায় অবরোধ চলাকালে যানবাহনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মিজানুর রহমান (৩৯) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। মিজানুর রহমান সদরের গোকুল পশ্চিমপাড়া এলাকার মৃত আফসার আলী ছেলে ও বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক।

র‌্যাব-১২ বগুড়া সদস্যরা, র‌্যাব-৩ ও র‌্যাব সদর দপ্তরের সহযোগিতায় আজ রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার মতিঝিলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদেরভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেফতার করা হয়। মিজানুরের বিরুদ্ধে গত ২৯ ও ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর বগুড়া সদরের বাঘোপাড়া খোলারঘর, দীঘলকান্দি ও মাটিডালিতে মহাসড়কে কয়েকটি গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের চারটি মামলা রয়েছে। সেই সাথে এসব মামলাসহ তার বিরুদ্ধে মোট ১৯টি মামলা রয়েছে।