ঢাকামঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩
  • অন্যান্য

নিজের গ্রেফতার ও সাংবাদিকে নিয়ে যা বললেন আসিফ

অনলাইন ডেস্ক
এপ্রিল ৪, ২০২৩ ১০:০৮ পূর্বাহ্ণ । ৫৭ জন
ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক শামসুজ্জামান জামিনের পর ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এই মামলায় গ্রেফতার হন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামাজিক যোগাযোগমাধ্যেম এই নিয়ে নিজের ক্ষোভ ঝাড়লেন তিনি।

প্রথম আলোর এ সাংবাদিককে হাতকড়াবিহীন কোর্টে নেওয়ার ঘটনায় ‘ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা’ নিয়ে এই স্ট্যাটাস দিয়েছেন।

সোমবার বিকাল ৪টা ৫০ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে দুটি ছবি পোস্ট করেন তিনি। প্রথম ছবিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আসিফকে দেখা যায়। যেখানে তাকে হাতকড়া পরিয়ে কোর্টে চালান করা হচ্ছে। দ্বিতীয় ছবিতে দেখা যায়—সাংবাদিক শামসুজ্জামানের হাতে কোনো হাতকড়া নেই।

 

আসিফ জানান, তাদের দুজনেরই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা। এছাড়া পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘প্রথম আলো সম্পাদক মতিউর রহমান মতি ভাই সেইম মামলায় আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। আর আমাকে গ্রেফতার করেছে সিআইডি এমনই এক রোজার রাতে। আমি আগাম কিছুই জানতে পারিনি।’

সবশেষ এ গায়ক লেখেন, ‘আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি।’

 

এ বিষয়ে বাংলা সংগীতের এ যুবরাজ একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘এক দেশে দুই আইন, এটুকুই বলব। আর যা বলার তা ফেসবুকেই বলেছি।’

এদিকে আসিফের এ স্ট্যাটাস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।