ঢাকাবুধবার , ২৫ অক্টোবর ২০২৩
  • অন্যান্য

জামিনের মেয়াদ বাড়ল নওয়াজ শরিফের

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ । ৭৬ জন

দুর্নীতির মামলায় সাজা পাওয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দেশে ফিরেই গ্রেফতার এড়াতে আগেই জামিন নিয়েছেন। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট তাকে ২৬ অক্টোবর পর্যন্ত জামিন দেন বলে জানান তার আইনজীবী।

কয়েক মাস কারাভোগের পর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাজনিত কারণে জামিন নিয়ে ২০১৯ সালের নভেম্বরে তিনি যুক্তরাজ্যের লন্ডনে চলে যান। তারপর থেকে নওয়াজ সেখানেই বসবাস করছিলেন।

নওয়াজের আইনজীবী আজম নাজির তারার জানান, যতদিন পর্যন্ত তিনি (নওয়াজ) শুনানির জন্য হাজির হতে না পারবেন, ততদিন পর্যন্ত জামিনের মেয়াদ বাড়ানোর বিষয়ে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থার কোনো আপত্তি নেই। যার ভিত্তিতে আদালত তার সুরক্ষা জামিনের মেয়াদ বাড়িয়েছেন।

নওয়াজের জামিনের মেয়াদ বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। তার পর তিনি আদালতে উপস্থিত হবেন। নিজের সাজার বিরুদ্ধে আপিল করার যে আবেদন নওয়াজ করেছেন আদালত সেটাও গ্রহণ করেছে বলে জানান তার আইনজীবী।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, আদালতে সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি দেশটির সরকারি কোনো পদ গ্রহণ করতে পারবেন না। সেক্ষেত্রে সাজা বাতিলের আবেদনের মাধ্যমে নওয়াজের আগামী বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া পাকিস্তানের সাধারণ নির্বাচনে অংশগ্রহণের পথ তৈরির সূচনা হলো।

চতুর্থবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়েই দেশে এসেছেন নওয়াজ। এ কথা তার দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে। গত বছর পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গিয়ে ইমরান খান ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন পিএমএল-এনের নেতৃত্বে তখনকার বিরোধীরা জোট সরকার গঠন করে। প্রধানমন্ত্রী হন নওয়াজের ভাই শাহবাজ শরিফ।

শাহবাজ সরকার দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। যে কারণে তাদের দারুণ সমালোচিত হতে হয়েছে। অর্থনীতি পুনর্গঠনে কাজ করার প্রতিশ্রুতি দিয়েই দেশে ফিরেছেন নওয়াজ।

এবারের নির্বাচনে তার সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী ইমরান খান। যদিও তিনিও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত এবং বর্তমানে কারাগারে রয়েছেন। নির্বাচনে অংশ নিতে ইমরানও তার সাজার বিরুদ্ধে আপিল করেছেন।