ঢাকামঙ্গলবার , ১৩ জুন ২০২৩
  • অন্যান্য

ছয় ছেলের হত্যাকাণ্ডের রায়ে সন্তুষ্ট হতে পারেননি তাঁদের মা

অনলাইন ডেস্ক
জুন ১৩, ২০২৩ ১১:০৮ পূর্বাহ্ণ । ৬০ জন
মা মৃণালিনী সুশীল

কক্সবাজারের চকরিয়ায় পিকআপচাপায় ছয় ভাই হত্যাকাণ্ডের রায়ে সন্তুষ্ট হতে পারেননি তাঁদের মা মৃণালিনী সুশীল। তিনি বলেন, ‘রায়ে আমার চাওয়া পূরণ হয়নি। এই হত্যাকাণ্ড নিয়ে আমি যে প্রশ্নের উত্তর চেয়েছিলাম, সেটি পাইনি। এ জন্য আমি আপিল করব।’

গত রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল চকরিয়ায় পিকআপচাপায় ছয় ভায়ের মৃত্যুর ঘটনায় রায় ঘোষনা করেন। রায়ে পিকআপচালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুলকে (২২) আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সঙ্গে এক লাখ টাকা জরিমানাও করেছেন। রায়ে আদালত বলেছেন, এটি সড়ক দুর্ঘটনা নয় , পরিষ্কার হত্যাকান্ড।