ঢাকারবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

দরিদ্র মেধাবীর দ্বায়িত্ব নিলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৮:০৯ অপরাহ্ণ । ৩৬ জন

অর্থের অভাবে মেডিকেল কলেজে ভর্তি নিয়ে বেশ চিন্তিত ছিলেন. অদম্য মেধাবী আতিকুর রহমান। এবার দরিদ্র কৃষকের সন্তানের পাশে দাঁড়ালেন বগুড়া জেলা প্রশাসক। ভর্তি ফি সহ পড়াশোনা বাবদ আগামী এক বছরের যাবতীয় খরচের দ্বায়িত্ব নিয়েছেন। নগদ ৫০ হাজার টাকার চেক দিয়েছেন মেধাবী এই ছাত্রকে।
ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা দরিদ্র কৃষকের সন্তান আতিকুর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তায়। গত ১৩ই ফেব্রুয়ারি  গণমাধ্যমে প্রকাশিত এই বিষয়টি নজরে আসে সবার। মেধাবী আতিকুরের পরিবারিক অবস্থা বিবেচনা করে জেলা প্রশাসকের কার্যালয়ে ডাকা হয় তাদের। ভর্তি সহ পড়াশোনা বাবদ আগামী ১ বছরের যাবতীয় ব্যয়ভার বহনের দ্বায়িত্ব নেয় জেলা প্রশাসক।
আতিকুর রহমান বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের ভান্ডার পাইকার ছেলে। বাবা আনিছার রহমান অন্যের জমিতে কাজ করেন। মা গিনি বেগমও অন্যের টুকটাক কাজ করে অল্প টাকা পান। অভাবের সংসার থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও যখন হতাশ হচ্ছিলেন, জেলা প্রশাসকের সহযোগিতায় তারা ভরসা পেয়েছেন। স্বপ্ন পূরণে যে গতি পেয়েছেন। উৎসাহ পেয়েছেন।
আতিকুরের পড়াশোনার ব্যয়ভার ছাড়াও তার বাবাকে বাড়ি সংস্কারের জন্য ঢেউ টিন ও অর্থ সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।