ঢাকাবৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কোহলি যে কারণে নিজের গাড়ি বিক্রি করেছেন

অনলাইন ডেস্ক
মার্চ ৩০, ২০২৩ ৩:১১ অপরাহ্ণ । ৭৮ জন
ছবি : সংগৃহীত

সাতপাঁচ না ভেবে কেনাকাটার অভ্যাস আছে অনেকেরই। কতটুকু কাজে লাগবে, তা না ভেবেই স্রেফ পছন্দের বশে অনেকেই অনেক কিছু কিনে ফেলেন। বিরাট কোহেলির যেমন পছন্দের গাড়ি দেখলে মাথা ঠিক থাকত না। ব্যবহার করতে পারবেন কি না, তা না ভেবেই কিনে ফেলতেন। পরে বেশির ভাগ গাড়িই বিক্রি করে দিতে হয়েছে।

আইপিএল সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত–সমর্থকদের জন্য ‘আরসিবি বোল্ড ডায়েরিজ’ নামের একটি ভিডিও অনুষ্ঠান চালু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানে একটি প্রশ্নের উত্তরে এমন কথাই বলেছেন বেঙ্গালুরু তারকা কোহলি।

আইপিএল শুরু হবে আগামীকাল থেকে। অনুষ্ঠানের সঞ্চালক কোহলির কাছে জানতে চান, ‘সাতপাঁচ না ভেবেই কিনে ফেলেন, এসব জিনিসের মধ্যে কোনটি খুব কম ব্যবহার করেন?’

ভারতের এই তারকা ব্যাটসম্যান উত্তরে বলেছেন, ‘আমার বেশির ভাগ কারই (গাড়ি) এমন। সবগুলোই কোনো কিছুই না ভেবে আবেগের বশে কিনে ফেলেছিলাম। সেগুলো খুব কমই চালানো হতো কিংবা একদম হয়নি। কাজটা অর্থহীন মনে হওয়ায় বেশির ভাগ গাড়িই বিক্রি করে দিয়েছি। এখন আমরা সেগুলোই ব্যবহার করি, যেগুলো সত্যিই প্রয়োজন। এটা আসলে বড় হয়ে ওঠারই অংশ, কী লাগবে আর কী লাগবে না, তা নিয়ে বোধটা আরও পরিণত করা।’

 

বেঙ্গালুরুর  ইউটিউব চ্যানেলের এই অনুষ্ঠানে নিজের পছন্দের গানের তালিকা নিয়েও কথা বলেছেন কোহলি, ‘অবাক লাগতে পারে, আমি একটু পুরোনো গান পছন্দ করি, কিছুদিন আগে অরিজিৎ সিংয়ের এমটিভি আনপ্লাগড প্লে–লিস্ট ডাউনলোড করেছি। নিজের কিছু সেরা গান নিয়ে তিনি আনপ্লাগড করেছিলেন, যেখানে কিছু গান সফট–রকের মতো। সেগুলো ভালো লাগে।’

কোহলির গাড়ির সংগ্রহশালা বেশ ভালো। গত বছরের নভেম্বরে ভারতের গনমাধ্যম জানিয়েছিল, কোহলির গ্যারেজে অডি কিউ৭ মডেলের গাড়ি। এটির দাম প্রায় ৮১.১৮ লাখ রুপি।

জার্মান গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অডির দূতও কোহলি। এই প্রতিষ্ঠানের আরেকটি গাড়ি আছে কোহলির গ্যারেজে—অডি আরএস৫, যার দাম ১ কোটি ১০ লাখ রুপি। এ ছাড়া রেঞ্জ রোভার ও বেন্টলি, রেনাল্টের গাড়িও আছে কোহলির। গত বছর জুনে ভারতের গনমাধ্যম জানিয়েছিল, কোহলির গ্যারেজে ১২টি গাড়ি আছে।