ঢাকাবৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

কৃষক লীগের মহাসমাবেশ শনিবার টার্গেট দুই লাখ কৃষক

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১১:৫৯ পূর্বাহ্ণ । ৪৫ জন

কৃষক লীগের মহাসমাবেশ শনিবার। প্রতিষ্ঠার ৫১ বছরে এই প্রথম আওয়ামী লীগের দলীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বুকে কৃষকদের নিয়ে মহাসমাবেশ করতে যাচ্ছে সংগঠনটি।

এ বিষয়ে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ যুগান্তরকে বলেন, কৃষক মহাসমাবেশ সফলে কৃষক লীগ ৭১টি প্রস্তুতি সভা করেছে। শতাধিক ভার্চুয়ালি সভা করা হয়েছে। কৃষক লীগ আয়োজক হলেও সমাবেশ হবে সারা দেশের কৃষকদের নিয়ে। নেতাকর্মী ছাড়াও গ্রামের কৃষক-কৃষাণীর উপস্থিতি বেশি থাকবে। দেশিও আন্তর্জাতিক ষড়যন্ত্রকে প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে কৃষকরা সমাবেত হবেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া দলটির কেন্দ্রীয় নেতা এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির-জামায়াতের শাসন আমলে কৃষক লীগের যেসকল নেতাকর্মীদের হত্যা করা হয়েছে তাদের পরিবারের সদস্যরাও এ মহাসমাবেশে উপস্থিত থাকবে।