ঢাকাবৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩
  • অন্যান্য

ঈদের দিনে ত্বক থাকবে সুন্দর ও সতেজ এখন থেকেই যত্ন নিন

অনলাইন ডেস্ক
এপ্রিল ২০, ২০২৩ ১০:০১ পূর্বাহ্ণ । ১০৭ জন
ছবি : সংগৃহীত

ব্যস্ততার কারণে অনেকেই নিয়মিত ত্বকের যত্ন নিতে পারেন না। এর ওপর দাবদাহ, রোজায় অপর্যাপ্ত জলপান, ইফতারে ভাজাপোড়া খাওয়ার কারণে অনেকের ত্বকেই বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। এসব সমস্যা এক দিনে কাটিয়ে ওঠা সম্ভব নয়। এ জন্য ঈদের আগে থেকেই ত্বকের যত্ন নিতে হবে। এতে ঈদের দিনে ত্বক থাকবে সুন্দর ও সতেজ।

কাদের বেশি সমস্যা

যাদের তৈলাক্ত ত্বক, তাদের ভোগান্তি বেশি। তবে কিছু নিয়ম মেনে ত্বকের যত্ন নিলে ঈদের দিনেও তৈলাক্ত ত্বক সুন্দর থাকবে। শসার রস ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে খুবই কার্যকর। এখন থেকেই প্রতিদিন শসার রস দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন। সপ্তাহে এক দিন একটি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এক চা–চামচ বেসন, সামান্য টক দই ও সামান্য হলুদগুঁড়া মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে লাগিয়ে আধঘণ্টা পর ধুয়ে ফেলুন। একটি ডিমের সাদা অংশ, শসার রস ও পুদিনাপাতার পেস্ট মিশিয়েও প্যাক বানাতে পারেন। সপ্তাহে দুদিন এ প্যাক ব্যবহারে তৈলাক্ত ত্বকে সৌন্দর্য ফুটে উঠবে। লেবুর রস তেলতেলে ভাব দূর করে ত্বকের জৌলুশ বাড়াতে সাহায্য করে। নিয়মিত লেবুর রস ব্যবহার করতে পারেন। অন্যদিকে শুষ্ক ত্বক সহজে ফেটে যায়। অন্যদের চেয়ে শুষ্ক ও রুক্ষ ত্বকের অধিকারীদের সমস্যা একটু বেশি। এ জন্য তাদের দরকার বাড়তি যত্ন। ত্বকে তেলগ্রন্থি প্রয়োজনের তুলনায় কম থাকলে, ত্বকের গঠন পাতলা হলে, অপর্যাপ্ত জলপানসহ নানা কারণে ত্বক শুষ্ক হয়ে পড়ে। এ জন্য এখন থেকেই ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।