ঢাকাশনিবার , ১০ জুন ২০২৩
  • অন্যান্য

‘আমাদের আশপাশের মানুষকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে বাছাই করতে হবে।’

অনলাইন ডেস্ক
জুন ১০, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ । ৯৯ জন
শিক্ষার্থীদের দেশ ও বিদেশের বিভিন্ন ক্ষেত্রে চাকরির বিষয়ে পরামর্শ দেন বক্তারা।ছবি: সংগৃহীত

কর্মক্ষেত্রে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রথমবারের মতো ন্যাশনাল ক্যারিয়ার কার্নিভাল চলছে। দুই দিনব্যাপী আয়োজিত ওই কার্নিভালের আজ শনিবার শেষ দিন। আজ চাকরি মেলা অনুষ্ঠিত হবে।

প্রথম দিনের অংশ হিসেবে আলোচনা সভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের গবেষণা, বিদেশে উচ্চশিক্ষা, উদ্যোক্তাবিষয়ক, সরকারি ও বেসরকারি চাকরি এবং নিজেদের মধ্যে বিশেষ গুণাগুণ তৈরিতে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার উদ্দ্যেশ্যেই ওই আলোচনা সভার আয়োজন করা হয়।

গতকাল সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য মো. আবদুল আউয়াল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নমূলক সংগঠন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (বাউসিসি) এই ক্যারিয়ার কার্নিভালের আয়োজন করে।

অনুষ্ঠানে চাকরির ক্ষেত্রে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচারাল অ্যান্ড বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, উদ্যোক্তা ও বাকৃবি শিক্ষার্থী আহসান হাবীব, পার্টেক্স স্টার গ্রুপের হেড অব বিজনেস সাইদুল আজহার সারোয়ার, প্রশিক্ষক, লেখক ও বক্তা গোলাম সামদানি ডন, কনটেন্ট ম্যানেজার, ফ্রিল্যান্সার ও ব্যবসা উন্নয়নবিশেষজ্ঞ আহসান মাহবুব ইয়েমান, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় তরুণ উদ্যোক্তা আয়মান সাদিক এবং অন্যান্য আমন্ত্রিত অতিথি।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের দেশ ও বিদেশের বিভিন্ন ক্ষেত্রে চাকরির বিষয়ে পরামর্শ দেন। এ ছাড়া বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইডটি ডিগ্রি বা স্নাতকোত্তরের জন্য আবেদন করা, ওখানে পড়াশোনাসহ আনুষঙ্গিক খরচ, গবেষণার ক্ষেত্র ও সুবিধা নিয়ে দিকনির্দেশনা দেন। শারীরিক, সামাজিক, আধ্যাত্মিক, অর্থনৈতিক ক্ষেত্রে শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণের বিষয়েও আলোচনা করেন তাঁরা।

পাশাপাশি বিশ্বের সবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেকে প্রমাণ করা বা শুধু কৃষিভিত্তিক কাজ বা চাকরির মধ্যে আবদ্ধ না থেকে বিস্তর পরিসরে নিজেদের জ্ঞানকে কাজে লাগানোর বিষয়ে আলোচনা করেন বক্তারা। এ সময় ফ্রিল্যান্সিং, জীবনযাত্রার মানের ওপর আয়-ব্যয়ের প্রভাব এবং জীবনযাত্রার মানের সঙ্গে কর্মজীবনের সম্পর্ক নিয়েও আলাচনা করা হয়।

আয়মান সাদিক বলেন, ‘আমাদের আশপাশের মানুষকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে বাছাই করতে হবে। বন্ধু নির্বাচনে আমাদের সচেতন হতে হবে। বিশ্ববিদ্যালয়ে শেখার বিস্তর সুযোগ থাকে। সেই সুযোগগুলোকে আমাদের অর্জনে রূপান্তরিত করতে হবে। যেকোনো বিষয়ে উপস্থাপনার দক্ষতা বাড়াতে হবে। শিখতে হবে এবং অবশ্যই প্রাত্যহিক জীবনে প্রয়োগ করতে হবে।’

আলোচনা সভায় অংশগ্রহণকারী বক্তাদের ক্রেস্ট প্রদান করা হয়। সভায় বিনোদনের অংশ হিসেবে বিভিন্ন খেলার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মো. হামিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা মো. হারুণ-অর-রশিদ, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক হাসনীন জাহান, বাউসিসির সদস্য, বাকৃবি ও অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।