ঢাকামঙ্গলবার , ১৬ মে ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

শেষ বারের মতো নিজের বাসায় নিয়ে আসা হলো নায়ক ফারুকে

অনলাইন ডেস্ক
মে ১৬, ২০২৩ ১০:৪৪ পূর্বাহ্ণ । ১২ জন
ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় নিজের বাসায় ফিরলেন কিংবদন্তি নায়ক ও সংসদ সদস্য ও আকবর হোসেন পাঠান ফারুক। মঙ্গলবার (১৬ মে) সকালে লাশবাহী গাড়িটি নিজ বাসায় পৌঁছায় তার লাশ।

সকাল ৭টা ৪০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ফারুকের লাশ দেশে আনা হয়।

লাশ বাসায় পৌঁছার পর লাশবাহী ফ্রিজিং গাড়ি দেখার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীরা। পছন্দের তারকাকে দেখতে ভিড় জমান তার ভক্ত-অনুরাগীরা।

জানা গেছে, বাসায় কিছু সময় রাখার পর বেলা ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রথমে লাশ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে এফডিসিতে নেওয়া হবে নায়কের লাশ।

এরপর গুলশান আজাদ মসজিদে জানাজার জন্য নেওয়া হবে লাশ। জানাজার পর গাজীপুরে কালীগঞ্জে লাশ নিয়ে বাবার কবরের পাশে দাফন করা হবে বলে জানা গেছে।