ঢাকারবিবার , ১৪ মে ২০২৩
  • অন্যান্য

ভক্তকে দেখে রেগে গেলেন প্রিয়াংকা চোপড়া

admin
মে ১৪, ২০২৩ ১১:১২ পূর্বাহ্ণ । ১০৮ জন

গতকাল বিকাল ৫টা থেকে শুরু হয় পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বাগদান অনুষ্ঠান। ইতিমধ্যে দিল্লিতে হাজির হয়েছেন পরিণীতির বোন প্রিয়াংকা চোপড়া। কিন্তু দেশে পা রাখতেই মেজাজ হারালেন বলিউডের ‘দেশি গার্ল’। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, বিমানবন্দরে নিরাপত্তাবলয় ভেঙে এক ব্যক্তি প্রিয়াংকার সঙ্গে সেলফি তোলার জন্য এগিয়ে আসেন। ব্যক্তিকে দেখে রীতিমতো রেগেও যান তিনি। বেশ জোরেই ব্যক্তিকে দূরে থাকতে বলেন তিনি। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, নয়াদিল্লির কাপুরথলা হাইজে আংটি বদল হয় রাঘব ও পরিণীতির। শিখ রীতিতেই হয় আংটি বদলের অনুষ্ঠান। মধ্যাহ্নভোজ ও নৈশভোজের ব্যবস্থাও করা হয়।

মোট ১৫০ জন নিমন্ত্রিত হয়েছে রাঘব ও পরিণীতির এই বাগদান অনুষ্ঠানে। বোনের বাগদান অনুষ্ঠানে আমেরিকা থেকে উড়ে এসেছেন প্রিয়াংকা চোপড়া। দিল্লিতে এসেছেন আমাজনের এক্সিকিউটিভ ম্যানেজার থমাস ডার্চকোভিজ। থমাস পরিণীতির খুবই ঘনিষ্ঠ বন্ধু। এদিকে এই বিয়ের অনুষ্ঠান শেষ করেই আবার আমেরিকার উদ্দেশ্যে প্রিয়াংকা উড়াল দেবেন বলে জানা গেছে। সেখানে নতুন একটি সিরিজের শুটিং করবেন এ অভিনেত্রী।