ঢাকামঙ্গলবার , ৭ মে ২০২৪
  • অন্যান্য

বাংলালিংকের থ্রি–জি সেবা বন্ধ

অনলাইন ডেস্ক:
মে ৭, ২০২৪ ৬:১৮ অপরাহ্ণ । ৭৭ জন

মুঠোফোন অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংক থ্রি–জি নেটওয়ার্ক সেবা বন্ধ করে দিয়েছে। অপারেটরটি বলছে, এর ফলে ফোর–জি নেটওয়ার্কে তরঙ্গ আরও বাড়বে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলালিংক। এতে বলা হয়, গত রোববার বাংলালিংক সারা দেশে থ্রি-জি সেবা বন্ধ করে দিয়েছে।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস বলেন, গ্রাহকদের নিরবচ্ছিন্ন সংযোগ ও উদ্ভাবনী সেবা প্রদানের উদ্দেশে ফোর-জির জন্য বরাদ্দকৃত তরঙ্গসহ অন্যান্য রিসোর্স আরও বাড়িয়ে গ্রাহক অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছিলেন, ২০২৩ সাল থেকেই থ্রি জি বন্ধের প্রক্রিয়া শুরু হবে। থ্রি–জি যন্ত্রের আমদানি ও উৎপাদনও বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছিলেন তিনি।