ঢাকাশনিবার , ২৫ মার্চ ২০২৩
  • অন্যান্য

বগুড়া সোনাতলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

স্টাফ রিপোর্টার
মার্চ ২৫, ২০২৩ ১২:২৪ অপরাহ্ণ । ১৪১ জন
ছবি: সংগৃহীত

বগুড়ার সোনাতলা উপজেলার মুলবাড়ী গ্রামে লোহাগাড়ী নদীতে  ডুবে নিলিমা নামে ৫বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার  দুপুর ১টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের মুলবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত নিলিমা একই গ্রামের নিলুর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার  দুপুর ১টার দিকে বাড়ির সামনে নদীতে গোসল করতে যায় নিলিমা।দীর্ঘ সময় বাড়িতে না আসায়  পরিবারের লোকজন  তাকে খোঁজাখুঁজি করেন।খুঁজাখুঁজি একপর্যায়ে নদীর পানি থেকে নিলিমার মৃত দেহ এলাকাবাসী উদ্ধার করে।
সোনাতলা  থানার ওসি সৈকত হাসান জানান,লাশটি তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।